বৃহস্পতিবার ২৯ মে ২০২৫

সম্পূর্ণ খবর

বিনোদন | হীরে আছে, দ্যুতি কই? কতটা মান রাখল এখনকার ‘জুয়েল থিফ’ ?

পরমা দাশগুপ্ত | | Editor: শ্যামশ্রী সাহা ২৭ মে ২০২৫ ১১ : ৫৭Snigdha Dey


একসময়ের সাড়াজাগানো ছবির নামে একই নাম। কতটা মান রাখল এখনকার ‘জুয়েল থিফ’ ? দেখলেন পরমা দাশগুপ্ত। 

‘এন্টারটেনমেন্ট, এন্টারটেনমেন্ট, এন্টারটেনমেন্ট’। 


বেশ ক’বছর আগের জনপ্রিয় ছবির মুখে মুখে ফেরা সংলাপটাকেই বোধহয় মাথায় গেঁথে ফেলেছিলেন পরিচালক জুটি কুকি গুলাটি এবং রবি গ্রেওয়াল। ১৯৬৭-এর সাড়াজাগানো ছবির নেমসেক, নেটফ্লিক্সে সদ্য মুক্তি পাওয়া অ্যাকশন থ্রিলার ‘জুয়েল থিফ – দ্য হাইস্ট বিগিন্স’-এর ছত্রে ছত্রে তাই বিনোদনের মশলা ঠাসা। নৃশংস, দোর্দণ্ডপ্রতাপ চোরাকারবারী, হীরে চুরির গল্প, চোর-পুলিশের টক্কর, বাবা-ছেলের ইমোশন, প্রেমের ছিটেফোঁটা, ভরপুর অ্যাকশন, বাদ যায়নি কোনওকিছুই। কম হয়ে গেল শুধু থ্রিলের ভাগে। রোমাঞ্চহীন থ্রিলার তাই রুদ্ধশ্বাস হওয়ার বদলে বেশ খানিকটা ম্যাড়মেড়েই হয়ে দাঁড়াল যে! সইফ আলি খান, জয়দীপ অহলাওয়াত, কুণাল কাপুরের মতো খাঁটি হীরেরা পর্দায় থাকলেও তার দ্যুতি ম্লান হয়েই থেকে গেল! 

 


গল্পের নায়ক রেহান রয় (সইফ) রত্ন চুরিতে সিদ্ধহস্ত। চুরিবিদ্যাকে মহাবিদ্যা হিসেবে শিখে এবং কখনও ধরা না পড়ার রেকর্ডে তার দুনিয়া জোড়া খ্যাতি। সে নিজে না চাইলে পুলিশ, গোয়েন্দা কিংবা অপরাধজগত, কেউই তার টিকিটুকুও ছুঁতে পারেনা। এহেন রেহান এক বহুমূল্য পান্নার হার চুরি করে বুদাপেস্টে লুকিয়ে। তাকে ধরতে এদেশ থেকে ওদেশ অক্লান্ত ছুটছে এসটিএফ অফিসার বিক্রম প্যাটেল (কুণাল কাপুর)। এদিকে নামী আর্ট কালেক্টরের পরিচয়ের আড়ালে একদা আন্ডারওয়ার্লড ডন থেকে রত্নের চোরাকারবারী হয়ে ওঠা রাজন অওলাখ (জয়দীপ) তার খোঁজে হন্যে। আফ্রিকা থেকে মুম্বইয়ের মিউজিয়মে আসা বহুমূল্যে রক্তহীরে রেড সান লোপাট করতে হলে রেহানই ভরসা যে! কান টানলে মাথা আসে। দোর্দণ্ডপ্রতাপ, বিনা বাক্যব্যয়ে মানুষ মারতে অভ্যস্ত রাজন তাই কান হিসেবে টানল রেহানের সৎ, নির্লোভ, সমাজের কল্যাণকামী চিকিৎসক বাবাকে (কুলভূষণ খারবান্দা)। মাথাও এল হিসেব মতোই। একদিন যে বাবা চোর হওয়ার অপবাদে তাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিল, তাকে রাজনের জালিয়াতি আর পুলিশি হেনস্থা থেকে বাঁচাতে এগিয়ে এল ছেলে। কিন্তু মুম্বইয়ের অতি সুরক্ষিত মিউজিয়ামের নজরদারি আর বিক্রমের বীরত্বকে কাঁচকলা দেখিয়ে সেই হীরে কি শেষমেশ রাজনকে এনে দিতে পারল রেহান? সেই গল্পই বলেছে ‘জুয়েল থিফ – দ্য হাইস্ট বিগিন্স’। 

 


লার্জার দ্যান লাইফ, ঝকঝকে দৃশ্যায়ন। দেশবিদেশের চোখ জুড়োনো লোকেশনে ঠাসা ছবি জুড়ে অ্যাকশন। সইফ আর জয়দীপ সেকথা মাথায় রেখেই বোধহয় বাড়তি মেদটেদ ঝরিয়ে এক্কেবারে সুঠাম অবতারে। অভিনয়েও যে দু’জনে পাল্লা দেবেন, সে কথা বলা বাহুল্য। চোখেমুখে নৃশংসতায়, পলক ফেলতে না ফেলতেই প্রাণ নেওয়ার হিংস্রতায় জয়দীপ যথারীতি দুরন্ত। সইফও তার সহজাত রাজকীয়তা, হাতসাফাইয়ের জাদুতে হীরেচুরির মাস্টারমাইন্ডকে গড়ে তুলেছেন যত্নে। এসটিএফ অফিসারের তুখোড় বুদ্ধি আর ক্ষীপ্রতায় ঝকঝকে লাগে কুণালকে। রাজনের স্ত্রী থেকে নির্বিবাদে রেহানের প্রেমিকা এবং হাইস্ট-সফরের সহযোগী হয়ে ওঠার দ্রুততম পরিসরে ফারার চরিত্রে চোখ টেনেছেন নিকিতা দত্তও। 

 


তবু হিসেবে ভুল হয়ে গেল সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্কেই। অ্যাকশন, ইমোশন, প্রেম, বিশ্বাসঘাতকতার সব মশলা সত্ত্বেও কাঁচা রয়ে গেল গল্পের আসল জায়গাটাই। হিরেচুরির থ্রিল! এই অত্যাধুনিক প্রযুক্তির ব্যবস্থার যুগে এমন গুরুত্বপূর্ণ মিউজিয়ামে নিরাপত্তার বাঁধন এমন সহজ সরল, কী হলে কী হবে বা হতে পারে সবটাই আঁচ করা যাচ্ছে। আবার আফ্রিকার প্রিন্সকে এত সহজেই সাধারণ যাত্রীদের সঙ্গে কমার্শিয়াল ফ্লাইটে বসিয়ে দেওয়া যাচ্ছে। ঠিক সময় সুযোগ মতো যাকে ইচ্ছে বোকা বানিয়ে ফেলা যাচ্ছে। সবটাই কেমন যেন খাপে খাপ, জলের মতো সহজ, ঐকিক নিয়মের অঙ্কের মতো সরল রেখার হিসেবে চলা! এবং হ্যাঁ, চুরি থেকে প্রেম, সবটাই ঘটে যাচ্ছে অসম্ভব দ্রুততায়। ওটিটি রিলিজ করতে গিয়ে ঘণ্টা দেড়েকে শেষ করার তাড়াতেই কি?

 

 
বড় পর্দায় মুক্তি পেলে তা-ও কথা ছিল। ভরপুর বিনোদন খানিকটা দাগ কাটত নিশ্চয়ই। কিন্তু ওটিটির দর্শক যে দুরন্ত সব হাইস্ট থ্রিলার দেখার স্বাদ পেয়ে গিয়েছেন আগেই। এ কথাটা বোধহয় পরিচালক জুটি বেমালুম ভুলে মেরেছিলেন! ছবির শেষ সিক্যুয়েলের ইঙ্গিত দিয়েছে। তাতে যদি ভুলটুলগুলো একটু শুধরে নেওয়া যায়!


jewel theifsaif ali khanweb seriesbollywod

নানান খবর

নানান খবর

আচমকাই গুরুতর অসুস্থ ইমরান হাশমি, শুটিংয়ের মাঝে হাসপাতালে ভর্তি অভিনেতা, কী হয়েছে তাঁর?

আচমকা ‘কোন গোপনে মন ভেসেছে’ ছেড়ে বলিউডে পাড়ি মিশমির! বড়পর্দা না ওটিটি- কোথায় শুরু নতুন ইনিংস?

নদীর গল্প, অথচ সমাজের আয়না! আসছে ‘তোর্ষা একটি নদীর নাম’—ছোটদের চোখ দিয়ে বড়দের জাগরণ

প্রেম নাকি প্রতিশোধ? টাইগার-জাহ্নবী জুটির প্রথম ছবি ‘লগ যা গলে’র নেপথ্যে লুকিয়ে আছে ভয়ঙ্কর এক গল্প!

‘স্পিরিট’ বিতর্কে দীপিকার পাশে তমন্না! একটি শব্দও খরচ না করে এই অসাধ্য সাধন কীভাবে করলেন ‘বাহুবলী’ নায়িকা?

প্রতীকের পথেই হাঁটলেন রত্নপ্রিয়া, কোন নায়কের সঙ্গে জুটি বেঁধে জি বাংলায় ফিরছেন অভিনেত্রী?

Exclusive: ‘যত দিন খিদে থাকবে, ততদিন মার্ক্স প্রাসঙ্গিক থাকবে’, ১৬ বছর পর মঞ্চে উঠেই সপাট সৃজিত!

'এত কৈফিয়ৎ কেন দেব?'-'হাউজফুল ৫'-এ পারিশ্রমিক নিয়ে প্রশ্ন ওঠায় রাগে ফুঁসে উঠে কী বললেন অক্ষয় কুমার?

সব জল্পনার অবসান ঘটিয়ে 'পাচক মশাই'-এর কাছে ফিরল 'কথা', এবার বাড়বে কি টিআরপি?

‘ছোটি বাচ্চি হ্যায় কেয়া?’ ‘হাউসফুল ৫’-এ টাইগারের মিম সংলাপে জ্যাকির ছক্কা! দেখেশুনে কী বলল নেটপাড়া?

‘হেরা ফেরি ৩’ চিত্রনাট্য-ই হাতে পাননি পরেশ রাওয়াল? অক্ষয়ের উদ্দেশ্যে ‘বাবু ভাইয়া’র আইনজীবীদের পাল্টা কী কী অভিযোগ?

৭৫ বছর বয়সেও জিমে 'হার্ডকোর' রাকেশ রোশন! বাবার কীর্তি দেখে এ কী বলে বসলেন হৃতিক?

‘তুই জানিস কাট্টা কি?’— শাহরুখের প্রেমের পথে বন্দুকের হুমকি দিয়েছিলেন গৌরীর পরিবারের কোন সদস্য?

রণবীর-দীপিকা বিয়ে করুক চাইতেন শ্যাম্মি কাপুর! কেন ‘পিকু’কে কাপুর-ঘরণী করতে চাইতেন তিনি?

'ও তো খুব দুষ্টু..'-তাব্বুকে চুমু খেতে গিয়ে কী অবস্থা হয়েছিল ঈশান খট্টরের? লজ্জা ভুলে কী বললেন অভিনেতা?

সোশ্যাল মিডিয়া